ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সোনাগাজীতে মৎস্য সপ্তাহের উদ্বোধন

সোনাগাজীতে মৎস্য সপ্তাহের উদ্বোধন

ফেনীর সোনাগাজীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ, সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নার্গিস আক্তার, সমাজসেবা অফিসার বনিয়াতুল আমিন বনি, যুব উন্নয়ন অফিসার অজয় চন্দ্র দাশ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা। বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজীব, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মোশারফ হোসেন। এ সময় উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিদের পুরস্কার পান সোনাগাজী উপজেলা বিএনপি নেতা ও মনগাজী বাজার বণিক সমিতি সভাপতি মোজাম্মেল হোসেন মাসুদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত