ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গতকাল মঙ্গলবার ছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে গতকাল র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া : গতকাল দুপুরে শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের দক্ষিণ কালিবাড়ি মোড়, টিএ রোড, পুরাতন কাচারি সড়ক, হাসপাতাল সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোল্লা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সহ-সভাপতি আবু শামীম মো. আরিফ প্রমুখ।

রংপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে জেলা ও মহানগরের আনন্দ র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

গতকার দুপুরে রংপুর জেলার আয়োজনে আনন্দ র‌্যালি হয়। র‌্যালি নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে বের হয়ে দাবানল মোড়, প্রেসক্লাব জাহাজ কোম্পানির মোড়, পায়রা চত্বর, সিটি বাসার হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জীম। এসময় পীরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ, বদরগঞ্জ, কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়াসহ আশপাশের এলাকার নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোমান হাসান প্রমুখ। এসময় মহানগরীর ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতার জন্য লড়াই করেনি, লড়াই করেছে নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এছাড়াও তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের পতন থেকে যদি নেতাকর্মীরা শিক্ষা না নেয় তাহলে তাদের থেকে ভয়াবহ পরিণত হবে। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহুত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময়ক্ষেপণ করতে চাইছে কি না সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য গণতান্ত্রকামী জনগণ, গণতান্ত্রিক রাজনৈতিক দল ও আন্দোলনত দলগুলোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকারকে বলব বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না।

গতকাল নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লালমনিরহাট : বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত ১৮টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। অথচ একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে। গতকাল স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসাদুল হাবিব দুলু বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে জেল দিয়েছে। এ দেশের লাখ লাখ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে রেখেছে তার কোনো হিসাব করে শেষ করা যাবে না। ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে সবচেয়ে বেশি শহিদ হয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি বিচার করব আমরা। স্বেচ্ছাসেবক দল জেলা শাখার আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ।

ফেনী : বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের মিজান রোডস্থ ভাষা শহিদ সালাম কমিউনিটি সেন্টার সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ ও যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন প্রমুখ। এসময় জেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত