ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

লক্ষ্মীপুরের কমলনগরে লুধুয়া নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার চরফলকন বোর্ড অফিস মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে স্বপ্নচূড়া একাদশ টাইব্রেকারে বন্ধুমহল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও হাজিরহাট উপকূল সরকারি কলেজের প্রভাষক বেলাল হোসেন জুয়েল। লুধুয়া নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সভাপতি এবিএম বাবুল হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাস্টার নুরুল ইসলাম, চরফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল অদুদ হাওলাদার, ইউপি সদস্য নাজিম উদ্দিন হাওলাদার ও যুবদল নেতা এমরান হোসেন মুরাদ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত