ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাটির নিচ থেকে উঠছে গ্যাস ছয় মাস ধরে চলছে রান্না

মাটির নিচ থেকে উঠছে গ্যাস ছয় মাস ধরে চলছে রান্না

অবিশ্বাস্য হলেও সত্যি পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামে টিউবওয়েল বসাতে গিয়ে মাটির নিচ থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস! আর সেই গ্যাসেই এক পরিবারের রান্নার চুলায় টগবগ করে ফুটছে চা, ভাজা হচ্ছে ডিম, রান্না হচ্ছে ভাত। জানা গেছে, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানের বাড়িতে প্রায় ছয় মাস আগে একটি গভীর নলকূপ বসানো হচ্ছিল। কাজ চলাকালীন হঠাৎ পাইপের মুখ দিয়ে বাতাসের সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া উঠতে শুরু করে। প্রথমে ঘটনাটি অপ্রত্যাশিত মনে হলেও কয়েকদিন পর দেখা যায়, গ্যাসের প্রবাহ থামছে না। এরপর পরীক্ষামূলকভাবে পাইপে আগুন ধরালে দেখা যায়, শিখা দপদপ করে জ্বলছে।

এরপর মিজানুর রহমান পরিবারের সদস্যরা সেখানে একটি লোহার পাইপ স্থাপন করে অস্থায়ীভাবে রান্নার চুলা তৈরি করেন। এখন সেই গ্যাসই তাদের প্রতিদিনের রান্নার জ্বালানি। মিজানুর রহমানের স্ত্রী ফরিদা বেগম জানান, প্রায় পাঁচ মাস পর আমরা পাইপের মুখে দুই ফুট লম্বা লোহার পাইপ লাগাই। এরপর আগুন ধরালে অবাক হয়ে দেখি, জ্বলতে থাকছে টানা। আশপাশের মানুষজন আসে দেখতে, আমরা তাদের চা বানিয়ে খাওয়াই, মাঝে মাঝে ভাতও রান্না করি। ঘটনাটা সত্যিই আশ্চর্যজনক, তবে ভয়ও লাগে যদি কিছু হয়ে যায়।

গতকাল রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টিউবওয়েলের স্থানে স্থাপিত পাইপের মুখ দিয়ে নিরবচ্ছিন্নভাবে গ্যাস উঠছে। পাইপের আগুনের তাপে সহজেই পানির কেতলি ফুটছে। আশপাশের কৌতূহলী মানুষজন ঘটনাস্থলে ভিড় করছেন এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য। স্থানীয়রা বলছেন, বিষয়টি প্রশাসনের নজরে আনা উচিত। কারণ এটি প্রাকৃতিক গ্যাসের উৎস হতে পারে। আবার সঠিক ব্যবস্থা না নিলে বিপদেরও আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি বলেন, আমরা বিষয়টি জেনেছি। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গ্রামের মানুষ এখনও অবাক হয়ে দেখছেন মাটির নিচ থেকে নিরবচ্ছিন্নভাবে গ্যাস ওঠার এই দৃশ্য। কেউ এটিকে প্রাকৃতিক বিস্ময় বলছেন, কেউ আবার ভয় পাচ্ছেন অজানা আশঙ্কায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত