
গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মধ্যরাত থেকে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় এনামুল হক মোল্লা ছাড়াও গ্রেপ্তার হয়েছেন শওকত মীর, মো. জাহিদ, মো. মোস্তফা, মো. সিদ্দিক, বুলবুল মিয়া ও মো. তোফাজ্জল। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গোলাবারুদ, চারটি ওয়াকিটকি, দুটি স্টান গান, একটি নেইল গান, দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক মোল্লা এক সময় বরমী ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় ১৫ বছর তিনি সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে তিনি দাবি করেন মক্কার মেসফালা বিএনপির সভাপতি ছিলেন। তবে তার এই দাবির পক্ষে দলীয়ভাবে কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, গাজীপুর-৩ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেতে তিনি প্রায়ই বিশাল গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করতেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
শ্রীপুর থানার এসআই জুনায়েদ বলেন, গোয়েন্দা তথ্যেরভিত্তিতে যৌথবাহিনী এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, অভিযান শেষে যৌথবাহিনী আসামিদের শ্রীপুর থানায় হস্তান্তর করে। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।