ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলংগা উপজেলার অলিদহ গ্রামে অটোচালক আমিরুলের ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- একই এলাকার চকনিহাল গ্রামের সাহেব আলী প্রামানিক, মনিরুজ্জামান সরকার ও তাড়াশ উপজেলার ওয়াসিন গ্রামের আব্দুল আজিম। ওসি (ডিবি) একরামুল হোসাইন জানান, গত ৫ আগস্ট দুপুে ওই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে অটোকচালক আমিরুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান পায়নি। পরদিন সলঙ্গা থানায় একটি জিডি করা হয়। নিখোঁজের প্রায় আড়াই মাস পর ১৮ অক্টোবর বিকালে ওই থানার চক নিহাল গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে আমিরুলের মাথার খুলিসহ কঙ্কাল উদ্ধার করে পুলিশ এবং তার পরনের কাপড় দেখে কঙ্কালটি আমিরুলের বলে শনাক্ত করে তার পরিবারের লোকজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। এ মামলা বিশেষ তদন্তের জন্য ডিবি পুলিশকে হস্তান্তর করা হয়। পুলিশ সুপার ফারুক হোসেনের দিকনিদের্শনায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্লুলেস এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। গত বুধবার ভোরে এ মামলার তদন্তকারী অফিসার ডিবির এসআই নাজমুক হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত আমিরুলের অটোভ্যানের মালামাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত