ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তামাকমুক্ত কক্সবাজার গড়ার আহ্বান

তামাকমুক্ত কক্সবাজার গড়ার আহ্বান

তামাকমুক্ত কক্সবাজার গড়ে তোলার লক্ষ্যে ‘তামাকমুক্ত কক্সবাজার সমুদ্র সৈকত ও হসপিটালিটি সেক্টর বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি সংস্থা, স্বাস্থ্য বিশেষজ্ঞ, হোটেল ও রেস্টুরেন্ট মালিকসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান। তিনি বলেন- কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম পর্যটন নগরী। এই শহরকে তামাকমুক্ত করা গেলে সেটি হবে দেশের জন্য অনুকরণীয় একটি উদ্যোগ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের উপ-প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল। বক্তারা বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বাড়ানোও জরুরি। পর্যটন নগরী কক্সবাজারকে তামাকমুক্ত রাখতে প্রশাসন, ব্যবসায়ী ও নাগরিক- সবাইকে একযোগে কাজ করতে হবে। সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। তিনি বলেন- সৈকত, হোটেল-মোটেল জোন ও রেস্টুরেন্ট এলাকায় ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন এরইমধ্যে পরিকল্পনা হাতে নিয়েছে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি এবং হোটেল-রেস্টুরেন্টে ‘তামাকমুক্ত জোন’ গঠনের সুপারিশ করেন। কর্মশালা শেষে তামাকমুক্ত কক্সবাজার স্বাস্থ্যকর পর্যটনের প্রথম পদক্ষেপ এই স্লোগান নিয়ে সব অংশগ্রহণকারী একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত