
তিন মাসের কুমির আতঙ্কের পর অবশেষে ইছামতী নদী থেকে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কুমির। এর আগে হরিরামপুর ও সদর উপজেলার বিভিন্ন খালে কুমির ভেসে ওঠার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শুক্রবার রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় নদীর পাড়ে কুমিরটিকে দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। পরে এলাকাবাসী রশি দিয়ে ফাঁদ পেতে কুমিরটিকে নিরাপদে আটক করে।
সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লালন বলেন, গত তিন মাস ধরে এলাকাবাসী কুমির আতঙ্কে দিন কাটাচ্ছিল। গত শুক্রবার রাতে ধরা পড়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট এবং ওজন একশ কেজির মতো।
এলাকার বাসিন্দা আবিদ মিয়া বলেন, একটি কুমির ধরা পড়েছে ঠিকই, কিন্তু আরও কুমির থাকতে পারে। গ্রামবাসীর ক্ষতি হওয়ার আগেই সেগুলো যেন উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নদীর দুই তীরে কৌতূহলী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। বর্তমানে কুমিরটিকে স্থানীয় বাদশা কসাইয়ের বাড়িতে রাখা হয়েছে। এদিকে বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়েছে। কুমিরটি কোথা থেকে এসেছে, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।