ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে’

‘নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে’

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেকেই প্রশ্ন করেন- নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি না? সব রাজনৈতিক দল নির্বাচনে নেমে গেছে, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে এবং সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সূদৃঢ় আছে। তাই নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাসাইল-সখীপুরসহ দেশবাসী ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। গতকাল রোববার দুপুরে বাসাইল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী দিয়েছে। এর বাইরে যে ৬৩টি আসন এখনও বাকি আছে তার মধ্যে বেশ কিছু আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে। বেশ কিছু আসন তাদের জন্য- যারা আমাদের সঙ্গে রাজনীতিতে রাজপথে ছিলেন। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে তাদের জন্য আমরা বরাদ্দ রাখব। আমরা বলেছি আগামি দিনে নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার করব। কাজেই সবাইকে আমরা ‘একোমোডেট’ করতে চাই- সেটা রাজনীতিতে, নির্বাচনে এবং সরকারে।

বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহীন, সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ পিন্টু, হাবলা ইউনিয়ন মহিলা দলের সভাপতি শিউলি হাসান, ফুলকী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া ইসলম ঝিনুক প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত