
নীলফামারীর ডোমারে গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় দুই ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্য’র জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রোববার নীলফামারী জেলা জজ আদালতের বিচারক মো. মনছুর মিয়া, তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। গ্রেপ্তাররা হলেন- উপজেলার সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিনচড়া ইউপি চেয়ারম্যান মো. রাসেল রানা ও ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর রহমান। তারা প্রত্যেকেই আ.লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।