
চুয়াডাঙ্গায় কার্তিকের শেষ লগ্নে একটু একটু করে বাড়ছে শীতের তীব্রতা। গতকাল রোববার সকাল পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দেখা মিলছে হালকা কুয়াশা। সাত সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে তাপমাত্রা কমে যাওয়ায় সকাল ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ।
ভোরবেলা কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শিশিরে ভিজে যাচ্ছে ফসলের মাঠ ও ঘাস। সকাল ও সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মানুষজন গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর রহমান বলেন, রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে।