
২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পটুয়াখালীর দশমিনায় ৫ হাজার ৫০৫ জন কৃষককে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারী, ফেলন ও শাক-সবজি ফসল আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান।
বিশেষ অতিথি ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল রহমান শাহিন, আরডিও আরিফ হোসেন প্রমুখ।