ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ফোরামের আহ্বায়ক জহিরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া এপির শিশুশ্রম নিরসন প্রকল্প কর্মকর্তা সুবাস জয়ধর, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া, সাংবাদিক আমিরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত