ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় শাহীন ইসলাম নামের সিএনজি চালিত (আটোরিক্সার) চালক নিহত হয়েছে। শাহীন ইসলাম ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৮টার দিকে ধুনট-কাজীপুর সড়কের বেলকুচি এলাকায় ধুনট ফিলিং স্টেশনের সামনে কাজীপুর থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শাহিন ইসলাম নিহত হয়। এ সময় স্থানীয় জনগণ ট্রাকটি আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিএনজি চালক শাহীন ইসলামের লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, নিহত সিএনজি চালক শাহীন ইসলামের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত