ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তের আগুন

মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তের আগুন

রাজবাড়ীর পাংশার বাহাদুরপুরের তারাপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার কবরস্থানে এই ঘটনা ঘটে। এতে কবরস্থানের বাঁশের বেড়া পুড়ে গেছে।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম জানান, ফজরের আজান দিতে যাওয়ার সময় কবরস্থানে আগুন দেখতে পাই। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজখানার শিক্ষার্থীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে বিদ্যুতের কোনো সংযোগ নেই। রাস্তা থেকে একটু ভেতরে কবরস্থানটি। ফলে নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এখানে আগুন দেওয়া হয়েছে।

কবরস্থানের সেক্রেটারি শিক্ষক নুরুল আলম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে এবং প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. সমশের আলী বলেন, ১৯৭১ সালে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। এখন আমাদের জন্য সংরক্ষিত কবরস্থানে এরকম আগুনের ঘটনা খুবই দুঃখজনক। ৭১ সালের পরাজিত শক্তিরাই এমন কাজ করেছে বলে ধারণা করছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঠিক কারণ উদঘাটনসহ দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করছি।

পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম খান জাহাঙ্গীর বলেন, ৭১-এর পরাজিত শক্তিরা এখন মুক্তিযোদ্ধাদের কবরেও নাশকতা চালাচ্ছে। এর বিচার না হলে ভবিষ্যতে দেশে মুক্তিযোদ্ধাদের কোনো অস্তিত্বই থাকবে না। ধারণা করতে পারিনি বিজয়ের মাসে এ ধরনের ঘটনা ঘটবে। আশা করছি প্রশাসন দ্রুত নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে। বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সজীব হোসেন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত