ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষার দাবি

মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষার দাবি

রাঙামাটিতে কিশোর গ্যাং, মাদক কারবারি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন রাঙামাটিবাসীর আয়োজনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিপুল জনগণ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক। সঞ্চালনা করেন হিল সার্ভিসের দপ্তর সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটি পৌর এলাকা একসময় ছিল শান্ত-নির্ভেজাল শহর। আজ রাঙামাটি শহরের রির্জাভ বাজার, কাঁঠালতলী, পৌরসভা এলাকা, শান্তিনগর, তবলছড়ি, কলেজ গেইট এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক ব্যবসায়ীদের ছোবল আর অনলাইন জুয়ার ফাঁদে কিশোর ও তরুণরা ধ্বংসের পথে। যে নেশার কারণে তরুণরা মৃত্যুর দিকে যাচ্ছে, যে কিশোর গ্যাং এর কারণে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে- সেই নেশাকারবারি ও কিশোর গ্যাংদের এখনই আইনের সামনে দাঁড় করাতে হবে।

বক্তারা জোর দিয়ে বলেন, ‘মাদক বিক্রি, কিশোর গ্যাং, চাঁদাবাজি, র‌্যাগিং, অনলাইন ক্যাসিনো- এসব অপসংস্কৃতির পেছনে যারা আছে, তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নিতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। সমাজকে রক্ষার জন্য প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতেই হবে।’ রাঙামাটি শহরে হঠাৎ করে কিশোর গ্যাং-এর দৌরাত্ম বেড়ে যাওয়ায় শহরে আইনশৃঙ্খলা অবনতি সহ সাধারণ মানুষের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। রাঙামাটি শহরকে নিরাপদ রাখতে কিশোর গ্যাং ও তাদের আশ্রয়-প্রশ্রয় কারীদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

২৯৯নং আসনের দাঁড়িপাল্লার এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ বলেন, ‘মাদক ও কিশোর গ্যাং কোনো পরিবারকে ছাড়ে না। তাই রাঙামাটিকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পাহাড়ে যারা মাদক ছড়াচ্ছে, যারা শিশু-কিশোরকে ব্যবহার করছে- তাদের শেকড় উপড়ে ফেলতে হবে।’

রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেন, ‘রাঙামাটিতে মাদক কারবারি, গ্যাং কালচার এবং অনলাইন জুয়া একটি নীরব মহামারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত