ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

গাজীপুর-১ আসনের মনোনয়ন ঘিরে জেলার কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দু’গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি নির্বাচনি প্রচার-প্রচারণার অফিসে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এলাকাবাসী, দলীয় নেতাকর্মী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেশের জাতীয় নির্বাচনে গাজীপুরে ৬টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম আসন হচ্ছে গাজীপুর-১ আসন।

এ আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত বৃহস্পতিবার এ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানকে মনোনয়ন দেয় বিএনপি। এই মনোনয়ন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা চলছে। গতকাল রবিবার বিকালে মনোনয়ন বঞ্চিত গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিলে হঠাৎ হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা বেশ কয়েকটি নির্বাচনি প্রচার-প্রচারণার অফিসে ভাঙচুর। এতে উভয় গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ দেওয়া হয়। এ সংঘর্ষের ঘটনায় দুইগ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত