ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ময়মনসিংহের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটক যুবলীগ নেতা রাসেল পাঠান ময়মনসিংহ সদরের সানকিপাড়া এলাকার আবদুর রাজ্জাক পাঠানের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মো. রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ময়মনসিংহ মহানগরী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ দুটি মামলা রয়েছে। এ সময় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভারতে যাওয়ার জন্যে ইমিগ্রেশন চেকপোস্টে আসেন রাসেল। পাসপোর্টে এক্সিট সিল নেওয়ার জন্য ইমিগ্রেশন অফিসারের ডেস্কে গেলে তার নাম ব্ল্যাক লিস্টে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন মামলার আসামি হওয়ার কথা স্বীকার করেন। আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত