
সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে হরিণটি উদ্ধার করা হয়। সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগ সূত্র জানায়, দিকভ্রান্ত হয়ে হরিণটি লোকালয়ের দিকে চলে আসে। বিষয়টি নজরে এলে স্থানীয়রা বন বিভাগকে জানায়।
পরে বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হরিণটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় পুনরায় অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।