
মৌলভীবাজারের কমলগঞ্জে পাঙাল সম্প্রদায়ের মণিপুরি ও বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম পাঙাল সাহিত্য সংসদের যাত্রা শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আদমপুর তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্সের হলরুমে পাঙাল সম্প্রদায়ের এ অভিষেক অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি হুমাযুন রেজা সোহেলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- শিক্ষাবিদ, বরেণ্য কবি ও লোক গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আব্দুল মজিদ চৌধুরী, লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ, ভারতের প্রখ্যাত লেখক ও গবেষক ড. আবুল খায়ের চৌধুরী, অ্যাডভোকেট এমএম আহমদ। সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী রেজাউল করিম, বাংলা একাডেমির ফেলো কবি একে শেরাম, লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি ও লেখক আকমল হোসেন নিপু ও সাংবাদিক আসহাবুজ্জামান শাওন।