ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

উদ্যোক্তা উন্নয়নে কর্মশালা

উদ্যোক্তা উন্নয়নে কর্মশালা

বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদারে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় শরীয়তপুরে ভ্যালু চেইন প্রচার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জেলা মডেল মসজিদ মিলনায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি বিপণন অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীয়তপুর শামসুল আরেফীন, পার্টনার এপিসিইউ ডিএএম এর সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. বাবুল হোসেন।

কর্মশালায় ইউনিয়ন, উপজেলা ও জেলা ভ্যালু চেইনের বিভিন্ন কমিটির সদস্যসহ কৃষি পণ্য উৎপাদনকারী, ক্ষুদ্র ও পাইকারি বিক্রেতা এবং কৃষি সংশ্লিষ্ট বজার কমিটির সদস্যরা অংশ নেন। কর্মশালায় ভ্যালু চেইনের বিভিন্ন ধাপ, বাজার সংযোগ, পণ্যের মান উন্নয়ন, পুষ্টি বিষয়ক গুরুত্ব এবং উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত