ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম জেলা রোভারের ১৯তম মুট সমাপ্ত

চট্টগ্রাম জেলা রোভারের ১৯তম মুট সমাপ্ত

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভার কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী (২০-২৪ ডিসেম্বর) ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের সমাপনী দিনে গত বুধবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ‘মহা তাবু জলসা ও গ্র্যান্ড ক্যাম্প ফায়ার’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউট, রোভার অঞ্চলের উপ-কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর নজরুল ইসলাম ও বাংলাদেশ স্কাউট, রোভার অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ফজলুল কাদের চৌধুরী এলটি। প্রধান অতিথি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা যে বাসযোগ্য নগর চিন্তা করি, যেমন হেলদি সিটি বা গ্রিন সিটি- তা গড়তে রোভারদের ত্যাগ অবিস্মরণীয়। তারা ভয়কে জয় করে মানুষের কল্যাণে কাজ করে। রোভার স্কাউটদের সঙ্গে সমন্বয় রেখে আমরা নগর সেবার মান আরও উন্নত করতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত