
লক্ষ্মীপুর পৌর আ.লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারীকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কী মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।
জেলা কারাগার ও থানা পুলিশ সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসা থেকে সৈয়দ আহম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা ও পুলিশের ওপর হামলাসহ পৃথক তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থী হত্যা মামলায় সৈয়দ আহম্মদ জামিন পেয়েছেন।