
মৌলভীবাজার জেলায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন- বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল আহমদ , রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক তোতা মিয়া ও একই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বাছিদ , শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক লীগের সদস্য কাসেম আলী, জুড়ী উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক বাবেল আহমদ ।