
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্যবিরোধী আন্দোলনের শহিদ নেতা শরিফ ওসমান বিন হাদির শৈশবের স্মৃতিবিজড়িত ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে তার নামানুসারে।
এখন থেকে ওই লঞ্চঘাটের নতুন নাম ‘শহিদ শরিফ ওসমান বিন হাদি লঞ্চঘাট’। জন্মভূমির মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এই স্থানটি তার স্মৃতিকে সম্মান জানাতেই এই নামকরণ করা হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে অনুভূত হয়েছে গভীর আবেগ ও শ্রদ্ধা।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে হত্যার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরবর্তীতে তার লাশ দেশে এনে লাখো জনতার উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়।