ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভেঙে ফেলার অভিযোগ

জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভেঙে ফেলার অভিযোগ

ঠাকুরগাঁও-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সংবাদ সম্মেলনর মাধ্যমে এ অভিযোগ করেন জামায়াতের নেতারা। এ ঘটনার তীব্র প্রতিবাদে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বক্তারা আরও বলেন, শুধুমাত্র বিলবোর্ড ভেঙে দাঁড়িপাল্লাকে দমিয়ে রাখা যাবে না। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় কাজ। তারা জানান, এরই মধ্যে প্রশাসনকে ঘটনাটি অবগত করা হয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত