ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

বীরগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

শিশুদের শিক্ষায় উৎসাহ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বীরগঞ্জ এপি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রম আয়োজন করা হয়।

বীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। তিনি নিজ হাতে পৌরসভার অন্তর্ভুক্ত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন। বিতরণকালে তিনি বলেন শিশুর ভবিষ্যৎ গঠনের প্রধান হাতিয়ার। শিক্ষা উপকরণ সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করা সম্ভব। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় হলে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পায়। তারা এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত