ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

অন্তর্জালে বাসার-ইভানার ‘প্রাকৃতজন’

অন্তর্জালে বাসার-ইভানার ‘প্রাকৃতজন’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা একজন ব্যাচেলর চাকরিজীবি জাকির। চট্টগ্রাম থেকে মিতা নামের এক অসহায় মেয়ে পালিয়ে আসে। এর পর পরিচয় হয় জাকিরের সঙ্গে। মেয়ের বিপদের কথা শুনে তাকে নিজের বাসায় থাকতে দেন। একটা সময় মেয়েটিকে পছন্দ করতে শুরু করে জাকির কিন্তু তার মাথায় সারাক্ষণ পরকীয়ার ভয় ভর করে থাকে। একটা সময়ে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে বিয়ে করবে। এর পরই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে ঘটনার পর প্রশ্ন ওঠে কোনটা বেশি কঠিন, ক্ষমা করা নাকি শাস্তি দেয়া! এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রাকৃতজন’। ভিকি জাহেদ পরিচালিত সাসপেন্স, থ্রিলার এই নাটকে জাকির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং মিতা চরিত্রে পারসা ইভানা। কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হয়েছে। ‘প্রাকৃতজন’-এ খায়রুল বাসার-ইভানা ছাড়া আরো অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত