আগামী মাসেরই প্রচারে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। পরিচালনা করেছেন শামীম জামান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আখম হাসান, জয়রাজ, তারেক স্বপন, সমাপ্তি মাসুক, রেজমিন সেতুসহ আরও অনেকে। এরইমধ্যে নাটকটির তৃতীয় লটের শুটিং-এর কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙ্গা টিভিতে সপ্তাহে টানা পাঁচদিন রাত ৮.৩০ মিনিটে নাটকটি প্রচার হবে। ‘শাদী মোবারক’ মূলত পারিবারিক গল্পের নাটক, এমনটাই জানালেন নির্মাতা শামীম জামান। শামীম জামান এর আগে ‘হাটখোলা’, ‘তিন তালা তিন চাবি’, ‘ঝামেলা আনলিমিটেড’, ‘চাটাম ঘর’, ‘প্রিয়জন’ ও গোলক ধাঁধা’ ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন। দেখা যায় যে শামীম জামানের প্রায় প্রতিটি ধারাবাহিকেই রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
শামীম জামান বলেন, ‘আমি সবসময়ই জীবন ঘনিষ্ঠ নাটক নির্মাণ করি। শাদী মোবারক নাটকটিও ঠিক তাই। আর মোশাররফ করিমকে নিয়ে হাটখোলা বা তিন তালা তিন চাবি নাটক নির্মাণের সযোগ হয়ে উঠেনি। এরপর যতোগুলো ধারাবাহিক নাটকই নির্মাণ করেছি তার প্রতিটিতেই মোশাররফ করিম ছিল। এর অবশ্য কারণও আছে। কারণ মোশাররফ করিম নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা, ভীষণ পরিশ্রমী একজন অভিনেতা। যে নাটকে মোশাররফ থাকে সে নাটকের প্রতিও দর্শকের একটা আলাদা আগ্রহও থাকে। তাছাড়া তার সঙ্গে সম্পর্কটা আমার বন্ধুত্বের। বন্ধুর চেয়েও বড় কথা হলো তারসঙ্গে আমার কাজের বোঝাপড়াটা খুব চমৎকার। যে কারণে তাকে নিয়ে নাটক নির্মাণ করি। এছাড়াও আমার নাটকে সাধারণত যারা নিয়মিত অভিনয় করেন যেমন জুঁই ভাবীসহ আখম হাসান আরও অনেকে। তারাও আছেন এই ধারাবাহিকে। তো নির্মাতা হিসেবে গল্পে যে চরিত্রের জন্য যাকে প্রয়োজন তাকে নিয়েই আমি নাটক নির্মাণ করেছি। সবমিলিয়ে খুউব ভালো হয়েছে নাটকটি। আশা করছি নাটকটি প্রচারে এলে শুরুতেই দর্শকের ভালোলাগার একটি নাটক হয়ে উঠবে।’ নাটকটি প্রযোজনা করেছেন অনন্য ইমন। শামীম জামান জানান এখন পর্যন্ত নাটকটি ৭৮ পর্ব পর্যন্ত নির্মিত হয়েছে। প্রযোজক অনন্য ইমন বলেন, ‘বিশাল ক্যানভাসের এই নাটকটি প্রযোজনা করেছি শুধুমাত্র দর্শকের কথা ভেবে। দর্শককে আমিও একটি পারিবারিক গল্পের নাটক উপহার দিচ্ছি, এটাই আমার ভালোলাগা।’