
বলিউড অভিনেত্রী সাবা কামার প্রায় দুই সপ্তাহ অসুস্থ থাকার পর ফের কাজে ফিরেছেন। গত ১ আগস্ট একটি শুটিং চলাকালে হৃদরোগজনিত জটিলতার কারণে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য এনজিওগ্রাফি করা হয়।
হাসপাতাল থেকে ফিরে ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কারণ জানান সাবা। তিনি জানান, মানসিক চাপ এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে তার এই হৃদরোগের সমস্যা হয়েছে। তিনি ভক্তদের প্রতি আহ্বান জানান, মনের কষ্টকে চেপে না রেখে প্রকাশ করতে। একইসঙ্গে মানসিক সুস্থতার গুরুত্ব নিয়েও কথা বলেন তিনি। সাবা সম্প্রতি তার কাজে ফেরার ঘোষণা দিয়েছেন, যদিও তিনি জানিয়েছেন এখনও পুরোপুরি সুস্থ হননি।