
চলচ্চিত্র অঙ্গনে প্রথমবার পিতা-পুত্র হিসেবে একমঞ্চে অংশ নিয়েছেন শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খান। আরিয়ান খান প্রথমবার নির্মাতা হিসেবে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছেন। ২০ আগস্ট সন্ধ্যায় শাহরুখ-আরিয়ানের সেই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছে বলিউডের আকাশ-বাতাস। ছেলের জন্য কিং খান কখনও সাংবাদিকদের কাছে আশীর্বাদ চাইলেন, আবার কখনও বা তাদের কাছে তুলে ধরলেন পরিশ্রমী আরিয়ানের কথা। ভাঙা হাতেই ছেলে আরিয়ানের বলিউড অভিষেকের সাক্ষী হতে মঞ্চে উঠলেন শাহরুখ খান। ‘কিং’ সিনেমা দৃশ্যধারণের সময় কাঁধের মাংসপেশিতে আঘাত পান অভিনেতা। এরপর দ্রুত তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় চিকিৎসার জন্য। চোটের কারণে সিনেমার শুটিং মাঝপথে বন্ধ রেখে আপাতত এক মাসের বিরতি নিয়েছেন কিং খান। ছেলের অভিষেক অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে শাহরুখ বললেন, ‘আমি ধন্য যে এই পবিত্র দেশে, মুম্বাইয়ের এ পুণ্যভূমিতে, বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করার সুযোগ পেয়েছি। আজ ভীষণ বিশেষ দিন। কারণ এ পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমীও। তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আর ওই করতালির মধ্যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও রাখবেন দয়া করে। একটু প্রার্থনা করবেন ওর জন্য। এখন পর্যন্ত আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।’