
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় ও স্টেজ শোতে বছরজুড়ে তুমুল ব্যস্ত থাকা সঙ্গীতশিল্পী জামালপুরের সন্তান, জামালপুরের গর্ব রাজীব ও নারায়ণগঞ্জের গর্ব, বাংলাদেশি আইডল’খ্যাত ভীষণ মিষ্টি, সুরেলা কণ্ঠের সঙ্গীতশিল্পী নিশ্চুপ বৃষ্টি গত বৃহস্পতিবার রাতে এনটিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক নাইট’-এ সঙ্গীত পরিবেশন করেছেন। নূরুজ্জামান প্রযোজিত এই সরাসরি গানের অনুষ্ঠানটি দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর মধ্যে ভীষণ জনপ্রিয় একটি গানের অনুষ্ঠান। গত বৃহস্পতিবার যেহেতু সরকারি ছুটির আগেরদিন তাই অন্যান্য চ্যানেলেও এই দিন রাতের বেলায় সরাসরি গানের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু এনটিভির সঙ্গীতানুষ্ঠানটিই দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন। সঙ্গীতানুষ্ঠানটি উপস্থাপনা করেন এই সময়ের নন্দিত উপস্থাপিকা ফারজানা বীথি।