
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী অনুপমা মুক্তি। সিনেমায় যেমন তার কণ্ঠের কয়েকটি জনপ্রিয় গান রয়েছে ঠিক তেমনি রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় আধুনিক গান। স্টেজ শোগুলোতে মুক্তির কণ্ঠে সাধারণত শ্রোতা দর্শকেরা পুরোনো দিনের বাংলা গান শুনতেই বেশি ভালোবাসেন। বাংলাদেশের রুনা লায়লা সাবিনা ইয়াসমিনের গান যেমন তিনি দারুণ গাইতে পারেন ঠিক তেমনি ভারতের লতা মুঙ্গেশকর, আশা ভোসলে, সন্ধ্যা মুখার্জিসহ আরও বেশ কয়েকজন শিল্পীর গান তিনি এতো মিষ্টি করে গাইতে পারেন যে তার কণ্ঠে এসব বরেণ্য শিল্পীর গান শুনতেই আয়োজকরা বারবার তাকে নিমন্ত্রণ করেন। অনুপমা মুক্তির ব্যক্তিত্ব এবং গানে গানে তার মিষ্টি কণ্ঠ সবসময়ই শ্রোতা দর্শককে মুগ্ধ করে।