
অনেক বছর পর অটোগ্রাফ দিতে গিয়ে যেন আবেগে ভাসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে কাজের মাধ্যমে দর্শকমহলে অন্তরে নামে ব্যাপক পরিচিত পান এই অভিনেত্রী। সম্প্রতি প্রসাধনী ব্র্যান্ড ‘আড়ং’ গেলে একজন ভক্তের আটোগ্রাফের আবদার অভিনেত্রীকে নস্টালজিয়া করে তোলে। সে ঘটনার বর্ণনা দিয়ে এক আবেগঘন পোস্টে অভিনেত্রী লেখেন, ‘অনেক বছর পর আজকে অটোগ্রাফ দিলাম ‘আড়ংয়ের এক সেলসম্যান ভাইকে। এই যুগে কে আর অটোগ্রাফ চায়? সবাই তো এখন সেলফি চায়। কিন্তু তিনি যেন ব্যতিক্রম!’
এরপর তিনি যোগ করেন, ‘খুব সুন্দর করে হাসলেন আর জিজ্ঞেস করলেন, আপু ‘ব্যাচেলর পয়েন্টে’ আর কাজ করবেন না? আপনি আসলে খুব ভালো ছিলেন। আহা কোথায় কত ভালোবাসা, কত মায়া জমে আছে। এই মায়াগুলোর জন্যই তো বেঁচে থাকা।’