ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সালমান শাহকে ট্রিবিউট করে গাইলেন তিন্নি

সালমান শাহকে ট্রিবিউট করে গাইলেন তিন্নি

সেরাকণ্ঠ খ্যাত এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শিক্ষক কানিজ খাদিজা তিন্নি বাংলাদেশের সিনেমা জগতের অমর নায়ক সালমান শাহকে ট্রিবিউট করে সঙ্গীত পরিবেশন করেছেন। গত বুধবার রাতে বাংলাভিশনের ‘মিউজিক লাউঞ’ অনুষ্ঠানে তিন্নি সালমান শাহকে ট্রিবিউটি করে ‘সাথী তুমি আমার জীবনে’, ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ ও ‘এখানে দুজনে নিরজনে’ গান তিনটি গেয়েছেন যেহেতু আগামীকাল সালমান শাহার প্রয়াণ দিবস, তাই ‘মিউজিক লাউঞ্জ’ অন্যান্যদের প্রতি ট্রিবিউট জানিয়ে গান গাইবার পাশাপাশি তিনি তার প্রিয় নায়ক সালমান শাহকেও গানে গানে ট্রিবিউট জানিয়েছেন। এছাড়াও তিনি এই আয়োজনে একে একে পরিবেশন করেন রুনা লায়লার গাওয়া ‘আমার মন বলে তুমি আসবে’, শাহনাজ রহমতুল্লাহর গাওয়া ‘পারিনা ভুলে যেতে’, সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকোনা’ গানগুলো।

এছাড়াও তিনি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতমিল্পী লতা মুঙ্গেশকরের ‘আজ তবে এইটুকু থাক’, আশা ভোসলের ‘যেতে দাও আমায় ডেকোনা’ ও জগজিৎ সিং-এর ‘নদীতে তুফান এলে’ গানগুলোও পরিবেশন করেন। তিন্নি বলেন, ‘এই আয়োজনে আসলে নিজের মৌলিক গান গাইবার সুযোগ ছিলো না। যদিও বা আমার নিজের বেশ কয়েকটি মৌলিক গান আছে, যে গানগুলো আমার প্রিয় ভক্ত শ্রোতারা সরাসরি গানের আয়োজনে গাইতে এলে অনুরোধ করে থাকেন। কিন্তু যেহেতু এবারের মিউজিক লাউঞ্জ-এ গানে গানে প্রখ্যাত শিল্পীদের ট্রিবিউটের বিষয় ছিল, তাই নিজের মৌলিক গান গাওয়ার সুযোগ হয়ে উঠেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত