ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন নায়িকার সন্ধানে শাকিব

নতুন নায়িকার সন্ধানে শাকিব

শাকিব খানের সিনেমা মানেই উন্মাদনা। ভক্তরা উৎসুক থাকেন কিং খানের নায়িকা নিয়ে। একই চিত্র সুপারস্টারের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে। কে হবেন শাকিবের নায়িকা? চিন্তায় ঘুম উড়েছে অনুরাগীদের।

এবার জানা গেল, ‘প্রিন্স’-এ শাকিবের বিপরীতে নতুন নায়িকা খুঁজছে প্রযোজনা সংস্থা। প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড নিজেদের ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছে, ‘প্রিন্স’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র মিলি-কে খুঁজছে তারা। ওই পোস্টে বলা হয়েছে, ‘ব্যাগ গুছিয়ে ঝটপট চলে এসো মিলি! ‘প্রিন্স’ তোমার অপেক্ষায়।’ তারপর বলা হয়, মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা ‘প্রিন্স’-এ খোঁজা হচ্ছে, অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মিলি!

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস-এর আসন্ন এই সিনেমায় তোমার মধ্যে যদি থাকে অভিনয়ে আত্মবিশ্বাস ও নিবেদিতপ্রাণ, অভিনয়ের প্রতি ভালোবাসা, আর স্বপ্নকে ছোঁয়ার সাহস, তাহলে এই সুযোগ শুধুই তোমার জন্য! ‘তুমিই হয়ে ওঠো ঢালিউডের নেক্সট হার্টথ্রব।’ এমন ট্যাগ লাইনে রেজিস্ট্রেশনের জন্য গুগল লিংক দেয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে। শিরিন সুলতানার প্রযোজনায় ‘প্রিন্স’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এই নির্মাতা বলেন, সিনেমায় মোট তিনজন নায়িকা থাকবেন। দুটি প্রমিনেন্ট, এবং আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য আমরা ফ্রেশ কাউকে লঞ্চ করতে চাচ্ছি; যিনি শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এবং সিনেমার মাধ্যমে ডেভিউ হবে। এতে দর্শক যেমন নতুন কোনো নায়িকা দেখতে পাবেন, তেমনি ইন্ডাস্ট্রিও আরেকজন নতুন আর্টিস্ট পাবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত