
এই প্রজন্মের ফোক ঘরানার শিল্পীদের মধ্যে অন্যতম একজন সঙ্গীতশিল্পী হচ্ছেন লিলিন মুন। তবে সঙ্গীতাঙ্গনে লিলিনের যাত্রা শুরু হয়েছিল আধুনিক গান প্রকাশের মধ্যদিয়ে। ২০১৪ সালে সিডি চয়েজ থেকে তার প্রথম মৌলিক গান ‘জোনাক জ্বলা নিশি’ প্রকাশিত হয়েছিল। প্রথম গানে তেমন সাড়া না মিললেও পরবর্তীতে আর দু’বছর পর প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘সাদা মন’ শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এই অ্যালবামে গান ছিল মোট সাতটি। গানগুলো হচ্ছে ‘ছায়া হয়ে’ ‘প্রেমের জোয়ার’ ‘যত আদর’ ‘বারে বারে’ ‘হারাতে চাই’ ‘নিয়তি’ ও ‘মাঝি’। ২০১৬ সালের অন্যতম আলোচিত একটি গানের অ্যালবাম ছিল। কারণ ঐ সময়টাতে আরিফিন শুভ ও কাজী শুভ ছিলেন দারুণ আলোচনায়। তাদের সঙ্গেও কয়েকটি গানও ছিল লিলিনের। এছাড়াও লিলিনের সঙ্গে এই অ্যালবামে আরো গেয়েছিলেন মিলন, সাগর ও আশিক। এই একটি অ্যালবামের স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠেন লিলিন মুন।
বিশেষত স্টেজ শোগুলোতে ফোক গানে তার চাহিদা বেড়ে যায়। এই সময়ে এসে যেন লিলিনের ব্যস্ততা অতীত দিনের চেয়ে বেড়ে গেছে অনেকখানি। এরইমধ্যে লিলিন রাজধানীতে কয়েকটি শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। এরইমধ্যে গেল সপ্তাহে কক্সবাজারেও স্টেজ শোতে পারফর্ম করেছেন তিনি। এছাড়াও আগামী ১১ সেপ্টেম্বর তিনি কক্সবাজারে আরও একটি শোতে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান লিলিন।
এদিকে গত বছর উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিনে রুনা লায়লাকে ট্রিবিউট করে লিলিন কাভার করেছিলেন ‘চিঠি কেনো আসেনা আর দেরী সয়না’ গানটি। এই গানে লিলিনের পারফম্যান্স ছিল ব্যতিক্রম, যা দর্শকের ভীষণ ভালোলাগে।