ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুয়াকাণ্ডে ৯ ঘণ্টা জেরা মিমিকে

জুয়াকাণ্ডে ৯ ঘণ্টা জেরা মিমিকে

ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার নাম জড়িয়েছে অনলাইন জুয়া কাণ্ডের সঙ্গে। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী আছেন এ তালিকায়। নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপের প্রচার করে বিপুল অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে। অবৈধ অ্যাপে জড়িত থাকার কারণে গত সোমবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রীকে তলব করে। ইডির ডাক পেয়ে দিল্লিতে হাজির হয়েছিলেন মিমি। গত সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে আইনজীবী ও এক পরিচিতের সঙ্গে ইডির দপ্তরে পৌঁছন অভিনেত্রী। ১১টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে চলে দীর্ঘ ৯ ঘণ্টা। ইডির এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে কী কী শর্তে, কত রুপির বিনিময়ে, কত বছরের চুক্তি হয়েছিল? জিজ্ঞাসাবাদে মিমির কাছে এই ধরনের নানা প্রশ্নের উত্তর জানতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত