ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আরিফিন শুভ কেমন আছেন

আরিফিন শুভ কেমন আছেন

অগ্নিদগ্ধ জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। গত বৃহস্পতিবার অভিনেতার নতুন ছবি ‘মালিক’ এর শুটিং সেটে আচমকা তার পায়ে আগুন ধরে যায়। আহত অবস্থায় শুটিং করেন তিনি। দুর্ঘটনার পর থেকেই তার অনুরাগীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। এখন কেমন আছেন অভিনেতা? জানতে উদগ্রীব তারা। জানা গেছে, এখন আপাতত আগের চেয়ে অনেকটাই ভালো আছেন আরিফিন শুভ। চলতি মাসের শেষ দিক পর্যন্ত টানা শুটিং করবেন, এরপর ঢাকায় ফিরবেন।

শুটিং ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবই পরিকল্পনা মাফিক হচ্ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হঠাৎ শুভর পায়ে আগুন লেগে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত