ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনে তাগাদা বিএনপির

* মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য: মঈন খান * বিএনপি গণতান্ত্রিক পথেই এগিয়ে যাবে: আমীর খসরু * লন্ডনের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান: সালাহউদ্দিন
নির্বাচনে তাগাদা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ওই বৈঠকে আগামী রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রোজার আগের সপ্তাহে নির্বাচন করা সম্ভব। সেক্ষেত্রে সংস্কার ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া চলছে তার দৃশ্যমান অগ্রগতির প্রয়োজন হবে। বৈঠকের পরপরই সারা দেশে ভোটের মাতম শুরু হয়। তবে সেই নির্বাচন সুনির্দিষ্টভাবে কবে হবে তা এখনও জানানো হয়নি। এ নিয়ে জনমনে যেমন রয়েছে নানা প্রশ্ন, তেমনি রাজনীতিবিদরাও রয়েছে দ্বিধায়। এরই মধ্যে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচনের জন্য তাগাদা দিতে শুরু করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষকে যদি কেউ বলে যে, তুমি কি পোলাও কোরমা চাও নাকি ভোট দিতে চাও। তখন মানুষ কিন্তু বলবে যে, আমি ভোট দিতে চাই। না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটা (ভোট) বাংলাদেশের মানুষের রক্তের ভেতরে মিশে আছে। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। গতকাল সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করে। বিএনপি প্রতিনিধিদলে আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠকের পর ড. আবদুল মঈন খান জানান, সারাহ কুকের সঙ্গে দেশের চলমান অবস্থা, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, মধ্যপ্রাচ্যের অস্থিরতাসহ সব বিষয়ে আলোচনা হয়েছে। আগামীতে বাংলাদেশকে কেমন দেখতে চায় তা নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নির্বাচন নিয়ে কী কথা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মঈন খান বলেন, নতুন প্রজন্ম যারা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি, কোটি-কোটি মানুষ ভোট দিতে চায়। তো কাজেই ভোটের ব্যাপারে যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন দেশবাসীকে জানাবে ভোটের তারিখ। তখন তো বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত হয়ে যায়। আমি খোলাখুলি বলছি। আমি তো গ্রামে ছিলাম, দেখেছি মানুষের উচ্ছ্বাস। আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল বটে। তিনি আরও বলেন, আমরা যখন বৈশাখ মাসে ১৪ এপ্রিল নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এ রকম। একটি উৎসব। সত্যিকার অর্থে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, এটাই হচ্ছে আলোচনার বিষয়। ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে, একটি গণতান্ত্রিক সরকার, তখন বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে ও কার্যক্রম উন্নত করতে পারি, জোরদার করতে পারি সেসব নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মঈন খান বলেন, মধ্যপ্রাচ্যে এটার উদ্ভব কিন্তু সেই গাজা উপত্যকা থেকেই। কাজেই এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ইরান এবং ইসরায়েলের সর্বশেষ যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তা নিয়ে কথা হয়েছে। আমাদের একটাই কথা শান্তিময় একটা বিষয় দেখতে চাই। এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সাধারণ মানুষ। বেনিফিটেড হয় যারা সমরাস্ত্র বানায়, যারা ড্রোন বানায়; ব্যবসায়ী কমিউনিটি। তারা চায় যে যুদ্ধ হলে এগুলো ব্যবহার হবে। তারা অস্ত্র বিক্রি করবে। কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? নিরীহ মানুষ, সাধারণ মানুষের। কাজেই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা একটা শান্তিময় বিশ্ব দেখতে চাই।

বিএনপি গণতান্ত্রিক পথেই এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে জনগণের যে ত্যাগ, সেই পথেই দেশ অগ্রসর হবে। গতকাল সোমবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, বিগত ২০ বছর ধরে দেশের মানুষ ও নতুন প্রজন্মও ভোট দিতে পারেনি। তাই তারা দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ চান। এটিই ছিল আন্দোলনের মূল প্রত্যাশা। তাতে জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিষয়টি তারা বাস্তবায়ন করতে পারবেন। প্রধান উপদেষ্টার মতো বিএনপিও রোজার আগে বিচার ও সংস্কারের অগ্রগতি চায় কিনা- এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, সংস্কারের বিষয়টি ঐকমত্যের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত