ইউক্রেন একাধিক ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার তামবভ অঞ্চলে দুটি আবাসিক ভবন আঘাত করেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তামবভ অঞ্চলের প্রধান ইভগেনি পেরভিশভ শনিবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, কোতোভস্ক শহরে দুটি ভবনে ড্রোন হামলার কারণে জানালা ভেঙে আহত কয়েকজনকে চিকিৎসা দেয়া হয়েছে। মস্কো থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই শহর। পেরভিশভ আরো জানান, ভবনগুলোতে সামান্য ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে জানিয়েছে, রাতে ইউক্রেনের ৮৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ৩১টি কৃষ্ণ সাগরের ওপর, ১৬টি ভোরোনেজ ও ক্রাসনোডার অঞ্চলে এবং ১৪টি আজভ সাগরের ওপর প্রতিহত করা হয়েছে। এই ঘটনাগুলো নিয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইউক্রেন সংঘাতে উভয় পক্ষই সস্তা বাণিজ্যিক ড্রোনকে মারণাস্ত্রে পরিণত করেছে এবং ড্রোন উৎপাদন বাড়িয়েছে। রাশিয়া ও ইউক্রেনের সেনারা ড্রোন হামলার ভীতিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। উভয় পক্ষই ড্রোন হামলার ভিডিও প্রচারণার কাজে ব্যবহার করছে। এর আগে গত শুক্রবার, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর ডনেস্কে একটি সুপারমার্কেটে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছিল।