
ইসরায়েলের কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন। এর আগে গাজায় জিম্মি থাকা চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ১৫ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলা সংঘাত বন্ধে গত রোববার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শনিবার ইসরায়েল ও হামাস তাদের মুক্তি দেয়। খবর আল জাজিরার। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) এদিন নিশ্চিত করেছে, তারা ১২৮ ফিলিস্তিনি বন্দিকে গাজা ও পশ্চিম তীরে স্থানান্তর করে। স্থানীয় কর্তৃপক্ষ বাকি বন্দিদের মুক্তি এবং স্থানান্তরের দায়িত্ব পালন করে। গাজা সিটির ফিলিস্তিন চত্বরে চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়ার আগে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা মাস্ক পরে সমবেত হন। সেখানে ফিলিস্তিনি জনতার ভিড়ও ছিল। হামাসের মুক্তি দেয়ার চার ইসরায়েলি নারী সেনা হলেন, কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। তারা একটি মঞ্চে উঠে হাসেন এবং উপস্থিতদের উদ্দেশে হাত নাড়েন। পরে তাদের আইসিআরসির গাড়িতে তোলা হয়। গাড়িটি তাদের ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যায়।