ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রোহিঙ্গা গণহত্যা

সু চি, হ্লেইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা আর্জেন্টাইন আদালতের

সু চি, হ্লেইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা আর্জেন্টাইন আদালতের

মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম নৃঘোষ্ঠী রোহিঙ্গাদের হত্যা এবং মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি, দেশটির সাবেক সেনাপ্রধান ও বর্তমান সামরিক সরকারপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এবং সাবেক এক প্রেসিডেন্ট বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদলত।

রোহিঙ্গাদের দমনে ২০১৭ সালে যে ভয়াবহ অভিযান পরিচালনা করেছিল একটি মিয়ানমারের সামরিক বাহিনী, তাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে আর্জেন্টিনার আদালতে মামলা করেছিল একটি আন্তর্জাতিক রোহিঙ্গা অ্যাডভোকেসি সংস্থা। ‘সর্বজনীন বিচারব্যবস্থা’ আদর্শের আওতায় করা হয়েছিল মামলাটি। শনিবার সেই মামলার ওপর শুনানি শেষে এ রায় দেন আদালত। প্রসঙ্গত, ‘সর্বজনীন বিচারব্যবস্থা’ হলো এমন একটি আদর্শ, যার আওতায় কোনো দেশে গণহত্যা কিংবা যুদ্ধাপরাধের মতো বড় আকারের মানবতাবিরোধী কর্মকাণ্ড ঘটে- সেক্ষেত্রে এই ধরনের অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্বের যে কোনো আদলতে মামলা করা যেতে পারে।

যে তিনজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত, তারা হলেন বর্তমানের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট হিতিন কিয়াও মিয়ানমারের সাবেক রা স্টেট কাউন্সিল এবং শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি, যিনি ২০১৬ সাল থেকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের আগ পর্যন্ত মিয়ানমারের সরকারপ্রধান ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত