ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন মার্কিন নিষেধাজ্ঞা শত্রুতার বহিঃপ্রকাশ : ইরান

নতুন মার্কিন নিষেধাজ্ঞা শত্রুতার বহিঃপ্রকাশ : ইরান

ইরানের তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত ৩০ জনেরও বেশি ব্যক্তি ও জাহাজকে ওয়াশিংটন কালো তালিকাভুক্ত করার পর গতকাল বুধবার এই নতুন নিষেধাজ্ঞাকে ‘শত্রুতার স্পষ্ট লক্ষণ’ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে ইরান। জাতীয় তেল কম্পানির প্রধান ও তেল বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োজিত অভিযুক্তদের লক্ষ্য করে গত সোমবার ওয়াশিংটন নতুন এই পদক্ষেপের ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর তার ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনর্বহাল করার পর এক মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল নিষেধাজ্ঞার দ্বিতীয় ধাপ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, নিষেধাজ্ঞাগুলো ‘ইরানের মহান জনগণের কল্যাণ, উন্নয়ন ও সুখের প্রতি মার্কিন নীতি-নির্ধারকদের শত্রুতার সুস্পষ্ট লক্ষণ।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত