ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পিকেকে নেতা ওজালানের প্রস্তাবকে স্বাগত জানাল ইরান

পিকেকে নেতা ওজালানের প্রস্তাবকে স্বাগত জানাল ইরান

তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের কারাবন্দি নেতা আব্দুল্লাহ ওজালান তার গোষ্ঠীর সদস্যদের অস্ত্র সমর্পণ এবং পিকেকের বিলুপ্তি ঘোষণা করার যে আহ্বান জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত শুক্রবার এক প্রতিক্রিয়ায় বলেছেন, সহিংসতা পরিহার করার ক্ষেত্রে ওজালানের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখতে পারে। এর আগে গত বৃহস্পতিবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নেতা ওজালান তুর্কি কারাগার থেকে তার গোষ্ঠীর সদস্যদের উদ্দেশে দেয়া এক বার্তায় তাদেরকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান। তিনি চার দশক ধরে চলে আসা সহিংসতার অবসান ঘটানোর জন্য পিকেকের বিলুপ্তি ঘটানোর আহ্বান জানান। গত চার দশকে পিকেকে বিদ্রোহীদের হামলা এবং এই গোষ্ঠীর বিরুদ্ধে তুর্কি নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তুরস্কে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করে নিরাপত্তা শক্তিশালী করার যে কোনো পদক্ষেপের প্রতি তেহরানের সমর্থন রয়েছে। পিকেকে নেতার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গোটা অঞ্চলের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন। তুরস্ক, মার্কিন যক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বহু পশ্চিমা দেশে পিকেকে একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত রয়েছে। ১৯৯৮ সাল থেকে তুরস্কের কারাগারে বন্দি ওজালান তার গোষ্ঠীর সদস্যদের প্রতি যে আহ্বান জানিয়েছেন তাতে বেশিরভাগ পিকেকে সদস্য সাড়া দেবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য গোষ্ঠীর কিছু নেতা ও কমান্ডার এর বিরোধিতা করতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত