ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রসঙ্গে হামাস

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রসঙ্গে হামাস

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ধাপে ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। তবে তাদের মুক্তির সময় কোনো প্রকাশ্য অনুষ্ঠান হবে না। গত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী, একজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা ও হামাস-ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি সূত্র নিউইয়র্ক টাইমসকে জানান, আলোচ্য প্রস্তাব অনুযায়ী ১০ জন জীবিত বন্দির পাশাপাশি ১৮ জনের লাশ ও ইসরায়েলকে ফিরিয়ে দেওয়া হবে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব দেওয়া ৬০ দিনের এক যুদ্ধবিরতির সময় এই বন্দি মুক্তি পাঁচটি ধাপে সম্পন্ন হবে। ইসরায়েলি কর্তৃপক্ষ বন্দি বিনিময় প্রক্রিয়ার পরে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে এবং এমন একটি সমঝোতা চায়, যা যুদ্ধের পূর্ণ অবসান ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে পৌঁছাতে পারে। হামাসের কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, আমরা একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত এবং আন্তরিক। আমরা এমন যেকোনো উদ্যোগ গ্রহণ করব যা স্পষ্টভাবে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত