ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের

ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের

ইরানের তেল বাণিজ্যে আবারও আঘাত হেনেছে ট্রাম্প প্রশাসন। গত বৃহস্পতিবার মার্কিন অর্থমন্ত্রণালয়ের জারি করা নতুন আদেশ অনুযায়ী, ইরান থেকে তেল নিয়ে ইরাকি পণ্য বলে বিক্রিতে জড়িত একটি চক্র এবং তেহরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর একটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরান রাজস্বের উৎসের ওপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইরানি শাসকগোষ্ঠীর অস্থিতিশীলতা সৃষ্টিকারী কার্যক্রমে অর্থায়নে ব্যাঘাত ঘটানো হবে। মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি তেল ক্রয় ও পরিবহন করা হচ্ছে। এতে জড়িত আছে ইরাকি-ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদের পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের একটি চক্র। ওই ব্যক্তি অন্তত ২০২০ সাল থেকে এই কাজ করে আসছেন বলে প্রশাসন জানতে পেরেছে।

বেসেন্টের কার্যালয় থেকে বলা হয়, সাইদের প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থা ব্যবহার করে ইরানের তেল ইরাকের তেলের সঙ্গে মেশানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত