ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত

আহত ১৪
ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবার ভয়াবহ হামলার শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার রাতে উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো ঝড়ো হামলায় অন্তত পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং ১৪ সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কয়েকজনের প্রাণহানি ঘটে অগ্নিদগ্ধ হয়ে। এই হামলার সঙ্গে গত ২৪ জুনের ঝড়ো হামলার উল্লেখযোগ্য মিল খুঁজে পেয়েছে সংবাদমাধ্যমটি, যেখানে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের একটি আর্মার্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটকে আঘাত হানলে অন্তত সাত সেনা নিহত হন। সর্বশেষ হামলাটি হয়েছে উত্তর গাজার বেইত হানুন শহরে, যেখানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে টানা ইসরায়েলি হামলা চলছে। আগের হামলায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস বিস্ফোরকবাহী পেনিট্রেটর বা ইএফপি ডিভাইস ব্যবহার করেছিল। ডিভাইসটি নিক্ষেপ করার পর একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এপিসিটি প্রত্যাহার করে গাজা উপত্যকার বাইরে একটি নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া পর্যন্ত আগুনে পুড়তে থাকে। গত সোমবারের হামলাও ছিল একই ধাঁচের। ইসরায়েলি মিডিয়ার তথ্য বলছে, গত সোমবারের হামলা শুরু হয় টহলরত ইসরায়েলের একটি সাঁজোয়া যানে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণের পর। এরপর ইসরায়েলি বাহিনীর উদ্ধারকারী দল এলে তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে আরও তীব্রতার সঙ্গে হামলা চালানো হয়। দুই দফায় চালানো হামলায় অন্তত ছয়টি আইইডি ব্যবহারের কথা জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত