ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের সঙ্গে আলোচনায় বসতে মরিয়া যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে আলোচনায় বসতে মরিয়া যুক্তরাষ্ট্র

ইরান বলেছে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তারা যুক্তরাষ্ট্রের কাছে কোনো অনুরোধ করেননি, যেমনটি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাকায়ি গত মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি।’ এর এক দিন আগে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান পরাজিত হওয়ার পর তারা একটি নতুন পরমাণবিক চুক্তির জন্য সক্রিয়ভাবে আলোচনায় বসতে চাইছেন। এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ মঙ্গলবার বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আমাদের কাছে বার্তা পাঠানো হয়েছে যে, তারা আলোচনার টেবিলে ফিরে আসতে আগ্রহী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত