ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য পুরস্কার নয়, অধিকার : জাতিসংঘ

রাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য পুরস্কার নয়, অধিকার : জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য ‘জরুরি, সুনির্দিষ্ট ও দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, গাজার পরিস্থিতি ফিলিস্তিনিদের আরও গভীর হতাশার দিকে ঠেলে দিচ্ছে। গুতেরেস বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয়, এটি তাদের অধিকার। আর রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি সারা বিশ্বের চরমপন্থীদের জন্য একটি উপহার হবে। গত সোমবার শান্তিপূর্ণ সমাধানের ওপর জাতিসংঘের একটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গুতেরেস বলেন, সময় ফুরিয়ে আসছে। প্রতিটা দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাস কমে যাচ্ছে, প্রতিষ্ঠান দুর্বল হচ্ছে এবং আশা বিলীন হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত